মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন – ফরিদা ইয়াসমিন

PicsArt_05-10-12.54.18.jpg

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন – ফরিদা ইয়াসমিন

‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধু কন্যা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জীবনে সাংবাদিকতা করেছেন। আপনি সাংবাদিক পরিবারের একজন এটি আপনার মুখে শুনেছি। আপনি সাংবাদিক বান্ধব একজন প্রধানমন্ত্রী । আজ সাংবাদিকরা অনেক কষ্টে আছেন।

অনেক গণমাধ্যমকর্মী কভিড ১৯ আক্রান্ত হচ্ছেন। সময়মত চিকিৎসা না পেয়ে ইতিমধ্যেই কয়েকজন মারা গেছেন।

সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে ফ্রন্টলাইন যোদ্ধা হিসাবে কাজ করে যাচ্ছেন। প্রয়োজনীয় চিকিৎসাটুকু পাচ্ছেন না। মাদার অব হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী আপনি সাংবাদিকদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্ধারণ করে দিন। কভিড আক্রান্ত গণমাধ্যম কর্মীর চিকিৎসার সুব্যবস্থা করে দিন। আক্রান্ত কর্মীর চিকিৎসার ব্যায়ভার তার প্রতিষ্ঠানকে নিতে এবং যারা বেকার, অসহায় তাদের দায়িত্ব রাষ্ট্র নিতে পারে সে নির্দেশনা দেন।’

আসুন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ,ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং জাতীয় প্রেস ক্লাব একসুরে ঐক্যবদ্দভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিকদের সুচিকিৎসার এই দাবিটি জানাই।

ইউনিয়ন নেতাদের বলব একটি যৌথ আবেদন করে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পৌঁছে দিন।মাননীয় প্রধানমন্ত্রী কখনও সাংবাদিকদের দাবি ফিরিয়ে দেননি।

ফরিদা ইয়াসমিন
সিনিয়র সাংবাদিক ও
সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top