যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহে চাকরি হারিয়েছেন ১ কোটি ৬৮ লাখ মানুষ
আন্তজার্তিক প্রতিবেদকঃ করোনাভাইরাস মহামারির কারণে অভাবনীয় অর্থনৈতিক সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। মাত্র তিন সপ্তাহেই দেশটিতে বেকার হয়ে পড়েছেন অন্তত ১ কোটি ৬৮ লাখ মানুষ।
বৃহস্পতিবার মার্কিন শ্রম বিভাগের দেয়া তথ্যমতে, গত সপ্তাহেই সেখানে চাকরি হারিয়েছেন রেকর্ড ৬৬ লাখ মানুষ। আর মার্চের শেষ দুই সপ্তাহে বেকার হয়েছেন ১০ লাখেরও বেশি।
অর্থাৎ, বর্তমানে করোনা সংক্রমণের কারণে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসায় প্রতি ১০ জনের অন্তত একজন মার্কিনি চাকরি হারিয়েছেন।
এসব পরিসংখ্যান মূলত সরকারের কাছে বেকারত্ব ভাতার জন্য আবেদনকারীর সংখ্যা থেকে নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে অনেক অঙ্গরাজ্য এখনও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করায় এবং অনেকে আবেদন করতে না পারায় এর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, চলতি মাসেই যুক্তরাষ্ট্রে অন্তত দুই কোটি মানুষ চাকরি হারাতে পারেন। আর মে মাসের শুরুর দিকে এপ্রিল মাসের হিসাব প্রকাশিত হলে সেখানে বেকারত্বের হার ১৫ শতাংশ পর্যন্তও পৌঁছাতে পারে।