উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামানের গাড়ি


উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামানের গাড়ি

সাগর চৌধুরীঃ আজ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের গাড়ি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারেকুজ্জামান রাজীবের মালিকানাধীন আরও দুটি গাড়ি নজরদারিতে রাখার জন্য ডিএমপি মোহাম্মদপুর থানা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী দুদক প্রধান কার্যালয়ে এই প্রতিবেদককে নিশ্চিত করেন।

সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী
বলেন, রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়ে একটি গাড়ির গ্যারেজ থেকে একটি গাড়ি জব্দ করে দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়। নীল রঙের ওই গাড়িটি সেবা অটোমোবাইল নামের একটি গ্যারেজে সার্ভিসিংয়ের জন্য রাখা হয়েছে।

রাজীবের অন্য দুটি গাড়িও ওই গ্যারেজের সামনে পাওয়া যায়। এর মধ্যে একটি গাড়ি নম্বরবিহীন ভাঙাচোরা অবস্থায় ছিল। আরেকটি গাড়ি ভালো অবস্থায় থাকলেও ব্যাটারির কারণে চালু হচ্ছিল না। গাড়ি দুটিতে নজরদারি করার জন্য মোহাম্মদপুর থানায় জিডি করেছে দুদক।

চলমান শুদ্ধি অভিযানে গত ১৯ অক্টোবর রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে তারেকুজ্জামান রাজীবকে গ্রেপ্তার করে র‌্যাব। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top