কক্সবাজারের রামুতে নৌকাবাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের মিলনমেলা
উপজেলা প্রতিনিধিঃ কক্সবাজারের রামুর কেন্দ্রীয় নৌকাবাইচ পরিচালনা কমিটির উদ্যোগে চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে ও মো: আব্দু শুক্কুরের সঞ্চালনায় ১৭ ই অক্টোবর দুপুর ২টায় রামু ফকিরা বাজারের পূর্ব পয়েন্টের হাইটুপি থেকে চেরাংঘাটা ঘাটায় ২য় পর্বের নৌকাবাইচ প্রতিযোগিতা অর্থাৎ বাইচালি খেলা শুরু হয়।
চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, খেলায় ২৬ টি নৌ-দল অংগ্রহন করে এবং ৪৫ পাড়ি খেলা পরিচালনা করা হয়। রামুর শতবছরের ঐতিহ্যবাহি বাইচালি খেলা দেখার জন্য বাকঁখালী নদীর দুপাড়ে হাজার হাজার নারী,পুরুষের মিলনমেলায় পরিনত হয়।
উক্ত খেলা পরিচালনা করেন, নৌকাবাইচ পরিচালনার কমিটির সভাপতি ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান ফরিদুল আলম, সাঃ সম্পাদক আবুল বশর মেম্বার,সাংগঠনিক সম্পাদক আছাদউল্লাহ আছাদ,ক্রীড়াবিদ আব্দু শুক্কুর,হাজী মহিউদ্দিন, মোঃ মাসুম,সদস্য সাবেক মেম্বার সাইফুল ইসলাম,আমানউল্লাহ আমান,আব্দুর রহিম,সাংবাদিক আবু বক্কর সিদ্দিক ও আনিস সহ প্রমুখ।
ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী ২৪ তারিখ অনুষ্টিত হবে বলে জানিয়েছে নৌকাবাইচ পরিচালনা কমিটির সভাপতি চেয়ারম্যান ফরিদুল আলম।