সংস্কার কমিটির প্রধান ও সদস্যরা কি কি সুযোগ – সুবিধা পাবেন?

Picsart_24-01-11_19-01-07-268.jpg

সংস্কার কমিটির প্রধান ও সদস্যরা কি কি সুযোগ – সুবিধা পাবেন?

বিশেষ প্রতিবেদকঃ কমিশনগুলোর ধারাবাহিকতায় নতুন গঠিত পাঁচটি সংস্কার কমিশনের প্রধানরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। এসব কমিটির সদস্যরাও প্রতিটি সভায় অংশ নেওয়ার ক্ষেত্রে অন্যান্য কমিশনের সদস্যের সমহারে ১০ হাজার ও ৫ হাজার টাকা সম্মানী পাবেন।

মঙ্গলবার (২৭ নভেম্বর ২০২৪) মন্ত্রিপরিষদ বিভাগ  থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে-
সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কমিশন প্রধানরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনগুলোর সদস্যদের মধ্যে যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত নয় তারা কমিশনের প্রত্যেক সভায় অংশ নেওয়ার জন্য ১০ হাজার টাকা সম্মানী এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিতরা অংশ নেওয়ার জন্য ৫ হাজার টাকা সম্মানী পাবেন।

কমিশন প্রধান বা কোনও সদস্য অবৈতনিক হিসাবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা গ্রহণ করতে না চাইলে তা অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অনুমোদন করবেন।

গত ১৮ নভেম্বর সরকার এ পাঁচটি সংস্কার কমিশন গঠন করে। এর আগে গত অক্টোবরে অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাত সংস্কারে ছয়টি কমিশন গঠন করে।

এগুলো হলো- সংবিধান, বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন, নির্বাচন ও দুর্নীতি দমন কমিশন। এ ৬টি কমিটির প্রধান ও সদস্যরাও একই ধরনের সম্মানী ও মর্যাদা ভোগ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top