ভোলায় বহু প্রতীক্ষিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে কার্যক্রম শুরু
জেলা প্রতিনিধিঃ এক অদৃশ্য কারণে ভোলা জেলার নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কাজ বেশ কয়েক মাস আগে শেষ হলেও এতদিন বিচারিক কাজ শুরু করা হয় নি।
আজ রোববার (২৫ আগস্ট ২০২৪) ভোলার নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের বিচারিক কার্যক্রম শুরু করা হয়েছে।
নতুন ভবনের সম্মেলন কক্ষে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে এর কার্যক্রম শুরু করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের জেলা জজ মোঃ আনোয়ারুল হক, আইনজীবী সমিতির সভাপতি মোঃ বশিলুল্লাহ মিয়া, জাতীয়তাবাদ আইনজীবী ফোরামের ভোলা জেলা সভাপতি এডভোকেট সালাউদ্দিন হাওলাদার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ ম আদালত মোঃ তারেক হোসেন, জেলা ও দায়রা জজ ২ য় আদালত মোঃ আলী মনসুর, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে,যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবদুল হালিম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম,
লিগ্যাল এইড এর সহকারী জজ ছাব্বির মোঃ খালিদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক হোসাইন, জুডিশিয়াল ম্যাজিস্টেট বায়জিদ রায়হান সহ অন্যান্য বিচারকগণ।
দীর্ঘদিন ভোলা জেলা জজ আদালতের নীচ তলায় কয়েকটি রুম নিয়েই জোড়াতালী দিয়ে চলত ভোলা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম। এতে ভোলার ৭ উপজেলার বিচারিক সেবা নিতে আসা মানুষ চরম ভোগান্তিতে ছিলেন।
আজ আট তলা এ ভবনটির কার্যক্রম শুরু হয়েছে ফলে বিচার প্রার্থীদের ভোগান্তি অনেকটা লাঘব হবে বলে আশা করছেন দ্বীপ জেলার লক্ষ লক্ষ মানুষ।
ভোলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ সানাউ হকের সভাপতিত্বে আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আরও সংবাদ পড়ুন।
ভোলায় বিচারপ্রার্থীদের জন্য বিশ্রমাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
ভোলায় জেলা লিগ্যাল এইড কমিটি’র আয়োজনে ৭৭ জন চেয়ারম্যানকে সম্মাননা প্রদান
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ফরিদুর রহমান সাধারন সম্পাদক মাহাবুবুল হক লিটু
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
লিগ্যাল এইড বিনামূল্যে সেবা দেয় – জেলা ও দায়রা জজ মহসিনুল হক
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটি গঠন
আরও সংবাদ পড়ুন।