গায়ক পঙ্কজ উদাসের মৃত্যু; গুজরাতে সুরের যাদুকর বাংলার ঘরে ঘরে প্রিয় শিল্পী

Picsart_24-02-26_17-29-49-472.jpg

কোটি মানুষের হৃয়দ জয়করা প্রিয় গায়ক পঙ্কজ উদাসের মৃত্যু; গুজরাতে সুরের যাদুকর বাংলার ঘরে ঘরে প্রিয় শিল্পী। বাংলাদেশের শহরে নগরে গ্রামগঞ্জে তার সুরের যাদু মন কেরেছে।

বিনোদন প্রতিবেদকঃ গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন। ৭২ বছর বয়সী এ গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর কন্যা, নায়াব উদাস।

ইনস্টাগ্রাম দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি।

একাধিক গণমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন পঙ্কজ উদাস।

ভারতের গুজরাতে জন্ম নেওয়া পঙ্কজ উদাস মূলত গাজল গায়ক হিসেবে ব্যাপক পরিচিতি পান। ১৯৮০ সালে ‘আহত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তাঁর সংগীত দুনিয়ায় যাত্রা শুরু করেন।

অনুষ্ঠান, অ্যালবাম, ছবির গানে ৮০-র দশককে মুগ্ধ করেছেন পঙ্কজ। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তাঁর ঝুলিতে।

‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’-পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল প্রজন্মের পর প্রজন্মকে বিমোহিত করেছে।

আরও সংবাদ পড়ুন।

আরও সংবাদ পড়ুন।

আরও সংবাদ পড়ুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *