ডিআইজি জিহাদুল কবির বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার। বাংলাদেশ পুলিশের এই চৌকস সদস্য সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। তাঁর সুনাম রয়েছে নিজের বাহিনীতে।
সাগর চৌধুরীঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হলেন, ম্যাস র্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের ডিআইজি জিহাদুল কবির।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলামকে ম্যাস র্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের ডিআইজি করা হয়েছে।
এর আগে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে পুলিশের দুই কমিশনার এবং পাঁচ জেলার এসপি বদলি করে সেখানে নতুন কমিশনার ও এসপি নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসি।
পিরোজপুরে নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পিবিআইয়ের এসপি মুহাম্মদ শরীফুল ইসলামকে। পিরোজপুরের বর্তমান এসপি মোহাম্মদ শফিউর রহমানকে এসবি, ঢাকার বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। আর হবিগঞ্জে নতুন এসপি হিসেবে যাচ্ছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার আক্তার হোসেন।
নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলামকে ডিএমপিতে বদলি করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে। সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামানকে ডিএমপিতে উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। সাতক্ষীরায় এসপি হয়ে যাচ্ছেন এসবির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
আরও সংবাদ পড়ুন।
এ ছাড়া মেহেরপুরের এসপি মো. রাফিউল আলমকে পিবিআইয়ের এসপি হিসেবে বদলি করা হয়েছে।
মেহেরপুরে এসপি পদে তার স্থলাভিষিক্ত হচ্ছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার এস এম নাজমুল হক।
আরও সংবাদ পড়ুন।
বরিশাল ও সিলেটের পুলিশের দুই ডিআইজি সহ এক ডিসি ৫ এসপি প্রত্যাহার – ইসি
আরও সংবাদ পড়ুন।
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমারকে বদলি করতে সিইসিকে চিঠি এলাকাবাসীর
আরও সংবাদ পড়ুন।
জনগণের সেবক হওয়ার লক্ষ্যে পুলিশ এগিয়ে যাচ্ছে – আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন