মির্জা ফখরুলের কেন জামিন হবে না? এমন প্রশ্নে হাইকোর্টের রুল

bnp.jpg

মির্জা ফখরুলের কেন জামিন হবে না? এমন প্রশ্নে হাইকোর্টের রুল

 
আদালত প্রতিবেদকঃ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন।

তিনি সাংবাদিকদের জানান, আদালত বিষয়টি নিয়ে সাত দিনের রুল জারি করেছে।

গত ৩ ডিসেম্বর হাইকোর্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন চেয়ে আবেদন করা হয়। এর আগে গত ২২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৯ অক্টোবর রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওইদিনই তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

অপরদিকে তার পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবীতে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে সমাবেশ ডাকে বিএনপি। সমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে। পাশাপাশি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দলটির নেতা-কর্মীদের। ওই ঘটনায় মামলা দায়ের হয়।

আরও সংবাদ পড়ুন।

ভার্চূয়াল বৈঠক” ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন বিশেষজ্ঞ মিশন সদস্যদের সাথে বিএনপি’র

আরও সংবাদ পড়ুন।

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপি’র

আরও সংবাদ পড়ুন।

আগামী ৩ ও ৪ ডিসেম্বর ফের অবরোধ – বিএনপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top