১৪০ চিকিৎসক পদোন্নতি পেলেন

Picsart_22-05-26_15-40-14-594.jpg

১৪০ চিকিৎসক পদোন্নতি পেলেন

স্বাস্থ্য প্রতিবেদকঃ ১৪ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১৪০ জন চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতি প্রাপ্ত প্রত্যেককেই অন্যত্র বিভিন্ন হাসপাতালে বদলিও করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে (২৬ জুন ২০২৩) সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণপূর্বক তাঁদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।

কোন বিভাগে কতজন পদোন্নতিপ্রাপ্ত পেলেনঃ
চিকিৎসকদের মধ্যে মেডিসিন বিভাগের ৮৪ জন চিকিৎসক, সার্জারি বিভাগের ৩৩ জন চিকিৎসক ও গাইনি বিভাগের ২৩ জন চিকিৎসক রয়েছেন।

যোগদান করতে হবেঃ
পদায়ন করা কর্মকর্তাদের ২১ সেপ্টেম্বরের মধ্যে বদলি ও পদায়ন করা কর্মস্থলে যোগদান করতে হবে। না হলে ২৩ সেপ্টেম্বরের পূর্বে নিজ নিজ কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। বদলি ও পদায়ন করা কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পদায়ন করা কর্মকর্তাদের যোগদানপ্রাপ্তির পর নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান যোগদানপত্র গ্রহণ করে তাৎক্ষণিক ভাবে স্বাস্থ্যসেবা বিভাগের ই–মেইলে অবহিত করবেন।

শিক্ষাছুটি, লিয়েন ও প্রেষণ ভোগরত কর্মকর্তাদের লিয়েন, প্রেষণ ও শিক্ষাছুটি শেষে যোগদানের পর পদায়ন কার্যকর হবে।

মাতৃত্বকালীন ছুটি ভোগরত কর্মকর্তাদের মাতৃত্বকালীন ছুটি শেষে যোগদানের পর পদায়ন কার্যকর হবে।

আরও সংবাদ পড়ুন।

সব হাসপাতালে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা

আরও সংবাদ পড়ুন।

কমিউনিটি ক্লিনিকের বৈশ্বিক স্বীকৃতিতে প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ

আরও সংবাদ পড়ুন।

জনস্বাস্থ্য সম্পর্কিত লক্ষ্য অর্জনে বৈশ্বিক অংশীদারিত্ব প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top