নতুন তথ্য কমিশনার হলেন – শহীদুল আলম ও মাসুদা ভাট্টি

Picsart_23-08-24_19-09-52-846.jpg

নতুন তথ্য কমিশনার হলেন – শহীদুল আলম ও মাসুদা ভাট্টি

সাগর চৌধুরীঃ আজ বৃহস্পতিবার জনপ্রিয় সাংবাদিক মাসুদা ভাট্টি এবং সাবেক নিবন্ধক, বিচারক শহীদুল আলম ঝিনুক তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।

তথ্য অধিকার আইনের ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের ওই পদে নিয়োগ দিয়েছেন বলে আজ বৃহস্পতিবার (২৪আগষ্ট ২০২৩) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইতোমধ্যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

শহীদুল আলমঃ শহীদুল আলম দশম বিসিএস ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বিচার বিভাগে যোগ দেন। জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ হিসেবে মহা-পরিদর্শক, নিবন্ধন পদ থেকে গত জানুয়ারিতে অবসরোত্তর ছুটিতে যান। তিনি যে পদে নিয়োগ পেলেন এই পদ ফাঁকা ছিল। দীর্ঘদিন এপদে কেউ ছিলেন না। সেই পদে নিয়োগ পেলেন শহীদুল আলম। তিনি বিবাহিত ও সন্তানের জনক।

মাসুদা ভাট্টিঃ সাংবাদিক মাসুদা ভাট্টি তথ্য কমিশনে সুরাইয়া বেগমের স্থলাভিষিক্ত হলেন। মাসুদা ভাট্টি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বর্তমানে প্রধান তথ্য কমিশনার পদে রয়েছেন সাবেক সচিব আবদুল মালেক। তিনি আগে তথ্য কমিশনার ছিলেন। গত ২১ মার্চ তিনি প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ পাওয়ার পর তথ্য কমিশনারের একটি পদ ফাঁকা ছিল।

তথ্য কমিশনার পদে মাসুদা ভাট্টি ও শহীদুল আলমের নিয়োগের মেয়াদ পাঁচ বছর অথবা তাদের বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে।

আরও সংবাদ পড়ুন।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

আরও সংবাদ পড়ুন।

মুক্ত গণমাধ্যম সূচক ২০২২ – শেষ ২০-এ বাংলাদেশ

আরও সংবাদ পড়ুন।

গণমাধ্যমকে জরুরি সেবাখাত হিসেবে স্বীকৃতি দিতে হবে: ড. ইফতেখারুজ্জামান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top