রওশন এরশাদ জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান

Picsart_23-08-23_00-25-21-146.jpg

রওশন এরশাদ জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান

রাজনৈতিক প্রতিবেদকঃ নিজেই নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

আজ মঙ্গলবার (২২ আগস্ট২০২৩) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়াম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’

রওশন‌ এরশাদ সংসদের বিরোধী দলীয় নেতার পাশাপাশি জাপার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

রওশন‌পন্থী জাতীয় পার্টির মিডিয়া উইং থেকে জানানো হয়, দলের সংখ্যাগরিষ্ঠ কো-চেয়ারম্যানদের পূর্বে নেয়া সিদ্ধান্ত মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেন-পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। সেই অনুযায়ী আসন্ন দশম জাতীয় সম্মেলন পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

সম্প্রতি, তিন দিনের সফরে ভারতে অবস্থান করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার তার দেশে ফেরার কথা। এর আগেই সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করলেন।

আরও সংবাদ পড়ুন।

জাতীয় পা‌র্টি’র চেয়ারম্যান পদে জিএম কাদের থাকলেন

আরও সংবাদ পড়ুন।

রওশন নয়, জিএম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান -ফিরোজ রশীদ।

আরও সংবাদ পড়ুন।

যারা সংবিধানের দোহাই দেন, তারা কেউই গণতন্ত্রে বিশ্বাস করেন না – জি এম কাদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top