পবিত্র হজ আজ – ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত

Picsart_23-06-27_10-05-04-780.jpg

পবিত্র হজ আজ – ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত

ধর্ম প্রতিবেদকঃ আজ সারা বিশ্বের মুসলিম উম্মাহ হজের জন্য জামায়েত হন আরাফা ময়দানে। লক্ষ লক্ষ মুসলমান ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ানিনমাতা লাকা ওয়ালমুল্ক লা শারিকা লাক’ ধ্বনি-মধুধ্বনি-প্রতিধ্বনিতে পবিত্র আরাফাতের পাহাড়-ঘেরা ময়দান ছাপিয়ে আকাশ-বাতাস মুখর ও প্রকম্পিত।

সুউচ্চকণ্ঠ নিনাদের তালবিয়ায় মহান আল্লাহ তায়ালার একত্ব ও মহত্ত্বের কথা বিঘোষিত হচ্ছে প্রতি অনুক্ষণ।

আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। তোমার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয় যাবতীয় প্রশংসা ও নিয়ামত তোমার এবং রাজত্বও, তোমার কোনো শরিক নেই।’

আজ মঙ্গলবার (২৭জুন ২০২৩) বিশ্ব মুসলিমের মহাসম্মিলন পবিত্র হজ। আরাফার আদিগন্ত মরুপ্রান্তর এক অলৌকিক পুণ্যময় শুভ্রতায় ভরে উঠেছে।

আজ প্রত্যেক হাজী সফেদ-শুভ্র দুই খণ্ড কাপড়ের এহরাম পরিহিত হাজিদের অবস্থানের কারণে সাদা আর সাদায় একাকার। পাপমুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই পবিত্র হজ পালন করছেন।

আজ ফজরের পর গোটা দুনিয়া থেকে আগত ২৬ লক্ষাধিক মুসলমান ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন।

সারা বিশ্বের মুসলিম উম্মাহ হজের জন্য জামায়েত হন।

আজ সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ইতিহাসে এবারই সবচেয়ে বেশিসংখ্যক হাজির পদচারণায় মুখরিত হচ্ছে।

আরও সংবাদ পড়ুন।

বাংলাতেও হবে হজের খুতবা; খুশি ধর্মপ্রান মুসলমান

আরও সংবাদ পড়ুন।

ইদ আজ; পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top