বোরহানউদ্দিনে চলছে অবৈধ গাড়ি; ঘটছে দূর্ঘটনা – নজরদারি নেই প্রশাসনের

Picsart_23-06-13_20-16-12-771.jpg

বোরহানউদ্দিনে চলছে অবৈধ গাড়ি; ঘটছে দূর্ঘটনা – নজরদারি নেই প্রশাসনের

সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় অবৈধ, নিবন্ধন হীন, গাড়ির নাম্বার প্লেট নেই, সরকারের আইন অমান্য করে গাড়ি চলাচল করছে রাস্তায়। গাড়ির কোন বৈধ কাগজপত্র নেই। গাড়ির ইন্ডিকেটর লাইট নেই। ড্রাইভারের লাইন্স নেই। গাড়ির ফিটনেস নেই।

বোরহানউদ্দিনের অবৈধ এই গাড়িরগুলোর কারণে দূর্ঘটনা ঘটে সড়কে। ভোলা জেলা পুলিশ বা বোরহানউদ্দিন থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন তদারকি নেই। আইনগত কোন পদক্ষেপ গ্রহন করছে না। যা সাধারণ জনগনের মাঝে বিরুপ প্রভাব পরছে। গণমাধ্যম কর্মীদের কাছে মানুষ এসব বিষয়ে নানা রকম বিরূপ মক্তব্য করছেন।

আজ মঙ্গলবার (২৩জুন২০২৩) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার রানীগঞ্জ চৌরাস্তায়, ভোলা – চরফ্যাশন হাইওয়ে রোডে অবৈধ গাড়ি চলছে। গাড়ির নাম্বার প্লেট নেই। ড্রাইভিংলাইসেন্স নেই। গাড়ির বৈধ কোন কাগজ পত্র নেই। ফিটনেস বিহীন এসব গাড়িরগুলো রাস্তার ক্ষতি করে। অতিরিক্ত সাইজের কারণে রাস্তায় গাড়ির সাইট দিতে পারে না। এই অবৈধ গাড়ির কারণে রাস্তায় জ্যম হয়। সাধারণ জনগনের কষ্টের সিমা থাকে না। মানুষ অসুস্থ হলে এ্যাম্বুলেস চলাচল করতে পারে না।

গাড়িচালক মুঠোফোনে যোগাযোগ করলে মিনিট দশক পর ঘটনাস্থলে আসেন, বাছেদ হাওলাদার। তিনি নিজের পরিচয় দেন বোরহানউদ্দিনের দক্ষিন বাসস্টানে ব্যবসা ব্যবসা করেন। তিনি গাড়ির কোন কাগজপত্র দেখাতে পারেন নি।

স্থানীয়দের একাধিক অভিযোগের ভিত্তিতে প্রশ্ন করলে, গাড়ির চালক জানান, তার কাগজ পত্র নেই, গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্সও নেই। কিন্তু কোন কাগজপত্রহীন গাড়ি রাস্তায় কিভাবে চলে? তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? এছাড়াও এত এত অবৈধ গাড়ি চলছে কিন্তু কেন আইনগত পদক্ষেপ গ্রহন করছে না। কেন? তাহলে সরকার যে ঢ্রাফিক আইন করছে, সেটা কি পুস্তকেই সীমাবদ্ধ থাকবে?

বোরহানউদ্দিন উপজেলার স্থানীয়রা অভিযোগের পরিপেক্ষিতে জানতে চান, এসব অবৈধ গাড়ি চলাচল করলে কি মাসেহারা পান তারা ? যদি মাসেহারা না নিবেন? তাহলে অবৈধ গাড়িগুলো রাস্তায় চলছে কিভাবে?

স্থানীয়রা অভিযোগের সুরে বলেন, ট্রাফিক বিভাগের তদারকি নেই এখানে। বিগত বছরগুলোতে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করেছেন। সম্প্রতি প্রশাসনের কোন তদারকি নেই বলেই এরা অবৈধ গাড়ি রাস্তায় চালাচ্ছে। জরুরি ভিত্তিতে অবৈধ গাড়ি বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হোক।

বিগত একমাসে বোরহানউদ্দিন উপজেলায় অনেকগুলো দূর্ঘটনায় ঘটেছে। সড়কে মিত্যুর ঘটেছে দশ জনেরও বেশী। সম্প্রতি বোরহানউদ্দিন উপজেলায় এসব অবৈধ গাড়ির দূর্ঘটনা ঘটছে, মানুষ মরছে, পঙ্গুত্ব বরণ করছে, সরকারের আইন অমান্য করেছেন। সড়ক দুর্ঘটনায় জেল ও জরিমানার বিধান রয়েছে।

আরও সংবাদ পড়ুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top