আজ মে দিবস – শাহানা সিরাজী
আজ মে দিবস। সবাই এ দিবস কী ভাবে এলো, কেন এলো এ সব নিয়ে নানান গদ্য-পদ্য লিখবে, বক্তৃতা -সভা সেমিনার করবে কিন্তু শ্রমিকদের জীবন মানের কী ভাবে উন্নয়ন ঘটানো যায় তা কেউ প্ল্যান করবে না। শ্রমিক দুই প্রকার। প্রাতিষ্ঠানিক শ্রমিক ফ্রিল্যান্সর শ্রমিক। প্রতিষ্ঠানিক শ্রমিক আবার দুই প্রকার। সরকারি এবং বেসরকারি। উভয় ক্ষেত্রে শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে যে শ্রম বিক্রি করে তার তুলনায় সে শ্রমিকের জীবনমান উপভোগ্য তো দূরে প্রাত্যহিক জীবনই কী চলে? তাদের পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে চিকিৎসা সুবিধাসহ চলে? …
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ,
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।
আরও পড়ুন।