ভোলায় তাসরিফ-১ লঞ্চ থেকে ৯ হাজার কেজি মাছ জব্দ
করেছে – কোস্টগার্ড
জেলা প্রতিনিধিঃ সরকারের নিষেধাজ্ঞা সময়ে মাছ ধরা ও পরিবহন অবৈধ হলেও, ভোলায় কোস্টগার্ডের অভিযানে ঢাকাগামী তাসরিফ-১ লঞ্চ থেকে ৯ হাজার কেজি মাছ জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল২০২৩) রাত ৯টার দিকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে এসব মাছ জব্দ করা হয়।
আজ শুক্রবার (১৪ এপ্রিল২০২৩) জব্দ করা মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
জেলা মেরিন অফিসার রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাসরিফ-১ লঞ্চে অভিযান চালিয়ে ৯ হাজার কেজি মাছ জব্দ করে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা, তেঁতুলিয়াসহ সব নদীতে মাছ ধরা এবং পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।
তবে, স্থানীয় সচেতন মহল অভিযোগ করে বলেন, ভোলা জেলার প্রতিটি উপজেলায় মৎস্য কর্মকর্তারা আছেন। ভোলায় নৌপুলিশও কাজ করছে তাহলে অবৈধভাবে মাছ ধরছে কিভাবে? স্থানীয়রা আরও অভিযোগ করেন, আইনে বলা আছে অবৈধভাবে মাছ পরিবহন দন্ডনীয় অপরাধ। তাহলে কোস্টগার্ড ঢাকাগামী তাসরিফ-১ লঞ্চের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ কেন নিলো না?
এসব প্রশ্নের উত্তর খুঁজতে ভোলা জেলার মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি বক্তব্য দেন নি।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।