জুয়াড়ি ভাবনা – শাহানা সিরাজী
জুয়াড়ি ভাবনাগুলো করে অশ্রুসিক্ত ,
পথের পাশে লুটিয়ে থাকা পথ উড়ায় ধুলো তিক্ত!
আমিও কেমন প্রলয়ঙ্কারী রুদ্র ঝড়ের তাস
দশ দিগন্ত ভেঙে পড়ে চড় যেন ঠাস ঠাস
আমার ভেতর হুমহুম বাতাস উড়িয়ে নেয় চালা
আমার ভেতর দমকা হাওয়া ভাঙে নিটোল ডালা
শুকনো পাতায় ভরা উঠান পাশেই লেবুর চারা
রাঙাপায়ে নেই যে আলতা ঝরে না তাই তারা
হেরাগুহায় কালের সাক্ষী দিব্যালোকের ডাক
আমার ভেতর কলকল যেন মহাকালের হাক
আমার ভেতর লুটাই আমি দুহাত দিয়ে তুলি
আঁচল দিয়ে চোখ মুছে দু’চার কথা বলি
বুকের ভেতর বরফ রেখে বলি শান্ত থাক
সযতনে ঘুম পাড়িয়ে থাকি নির্বাক
আমার ভেতর আমি ভাঙি ঝুরঝুর যেন কাঁচ
কুড়িয়ে নিয়ে সাজাই আবার দেখি সকাল সাঁঝ
কাজল পরি,চোখে চোখে রাঙাই অধর পট
এদিক ওদিক ঘুরিয়ে দেখি কোথায় সমতট
আমার ভেতর আমি হাঁটি রক্তখরা পায়ে
হেঁটে হেঁটে যাই কোথায় পাই না খুঁজে গাঁয়ে
আমার কথা আমি শুনি মন ভরে যায় স্বরে
আমিই যেন আদি মাতা স্বর্গচ্যুত ঘরে….
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক কথা সাহিত্যিক।