দৌলতখানের চকিঘাটায় ব্লক ও বেড়ীবাঁধের কাজ দ্রুত করার অনুরোধ – আলী আজম মুকুল এমপি’র
সাগর চৌধুরীঃ ভোলা জেলার দৌলতখান উপজেলার চকিঘাটায় ব্লক ও বেড়ীবাঁধের কাজ দেখতে গেলে স্থানীয় নদী ভাঙ্গা ভোটারগন অভিযোগ করেন। বেড়ীবাঁধের কাজ দ্রুত শুরু না করলে বর্ষামৌসুম চলে আসছে৷ ইতোমধ্যে পানির গতি বৃদ্ধি পেয়েছে।
দৌলতখান উপজেলার ভাঙ্গনকবলিত এলাকার ভোটারগন জানে, এখানকার জনদূর্ভোগের কথা। আজ শনিবার যোহরের নামাজের পর স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল’ এর সামনে অভিযোগ করেন স্থানীয়রা।
ঠিকাদার ও স্থানীয় প্রকৌশলীদের কাজের বিষয়ে বিস্তর অভিযোগ করেন, স্থানীয় মুরুব্বিরা।
এখানকার বসবাস কারি ৩৪টি পরিবারকে সড়িয়ে বিকল্প বসবাস করার জন্য সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের প্রসঙ্গ তুলে ধরেন, আলী আজম মুকুল এমপি। বয়স্ক ভোটারদের কাছে পাওয়া অভিযোগের বিষয়ে দ্রুত কাজ শুরু করার অঙ্গীকার করেন।
আজকের অনানুষ্ঠানিক সফরে উপস্থিত ছিলেন,
দৌলতখান উপজেলার চেয়ারম্যান মঞ্জুর আলম খান, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন, দৌলতখান থানার ওসি জাকির হোসেন। পৌরসভার কাউন্সিলরগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,মেম্বারগণ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা ও কর্মীরা।
আলী আজম মুকুল এমপি, স্থানীয় ভোটারদের কাছে পুনরায় ওয়াদা করেন, দু’চার দিনের মধ্যেই কাজ শুরু হবে ইনশাআল্লাহ।