ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগের জয়

ad-du.jpg

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে
আওয়ামী লীগের জয়

বিশেষ প্রতিবেদকঃ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগ প্যানেল ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’-এর প্রার্থীরা পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়েছেন।

আজ রোববার (১৯মার্চ২০২৩) বিকালে সিনেট ভবনে নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এ ফল প্রকাশ করেন।

ঢাবি সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের প্রথম ধাপে ৪, ১১ ও ১৪ মার্চ ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার ঢাকায় ভোটগ্রহণ শেষ হয়। আজ রোববার ভোট গণনা শেষে নির্বাচনে বিজয়ী ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের নাম ঘোষণা করা হয়।

এছাড়া ঘোষিত ফলে নির্বাচিত হয়েছেন- অধ্যাপক অসীম কুমার সরকার, এম আর এম মনজুরুল আহসান বুলবুল, এ এইচ এম এনামুল হক চৌধুরী, এইচ. এম. বদিউজ্জামান, এস এম বাহলুল মজনুন, অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ, নিজাম চোধুরী, মীর্জা মো. আব্দুল বাছেত, মুহাম্মদ শফিক উল্যা, অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, ইকবাল মাহমুদ বাবলু, ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক এম অহিদুজ্জামান, মো. আতাউর রহমান প্রধান, অধ্যাপক মো. আনোয়ার হোসেন, ডা. মো. কামরুল হাসান মিলন, অধ্যাপক মো. নাসিরুদ্দীন মুন্সী, মো. মুরশেদুল কবীর, রঞ্জিত কুমার সাহা, অধ্যাপক শারমিন মূসা, অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার।

এতে সর্বোচ্চ ভোট পেয়েছেন ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপক আশফাক হোসেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৯৭৬ ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ১১ হজার ৮৩৩ ভোট পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এবং তৃতীয় সর্বোচ্চ ১১ হাজার ৭৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুজহাত চৌধুরী।

আরও সংবাদ পড়ুন।

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি; ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

আরও সংবাদ পড়ুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top