পীরগাছা উপজেলার সাব রেজিস্ট্রার ফজলে রাব্বী’র ঘুষের অভিযোগে – দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ রংপুর জেলার পীরগাছা উপজেলার সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দলিল সম্পাদনে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুর-এর ৪ সদস্যের সমন্বয়ে গঠিত টিম গত ২৬.১২.২০২২ তারিখে অভিযান পরিচালনা করে।
এনফোর্সমেন্ট টিম সাব-রেজিস্ট্রারের কার্যালয়, পীরগাছা, রংপুর-এর পারিপার্শ্বিক অবস্থা ও পরিবেশ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করে।
উক্ত অফিসের কর্মকর্তা কর্মচারীদের আলমিরা ও ড্রয়ার চেক করা হয় এবং তার মধ্যে এক জন কর্মচারীর আলমিরায় ১১,১০০ (এগারো হাজার একশত) টাকা ও অপর এক জন কর্মচারীর ড্রয়ার থেকে ৫০০ (পাঁচশত) টাকা পাওয়া যায়। উক্ত টাকার বিষয়ে জানতে চাইলে তারা যে ব্যাখ্যা প্রদান করেন তা গ্রহনযোগ্য মনে হলেও বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার জন্য উক্ত অর্থ বর্তমানে কর্মরত সাব-রেজিস্ট্রার তিথি রানী মন্ডলের হেফাজতে রাখা হয়েছে।
অভিযোগ সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার ফজলে রাব্বী বদলি জনিত কারণে বর্তমানে গঙ্গাচড়া, রংপুরে অবস্থান করায় তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ জানান, অভিযান প্রসঙ্গে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।