ভোলার সদরে রাজাপুরে অবৈধভ মেসার্স নিউ সততা ব্রিকসের কার্যক্রম বন্ধ
জেলা প্রতিনিধিঃ ভোলা জেলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া এলাকায় অবৈধভাবে অবস্থিত মেসার্স নিউ সততা ব্রিকস নামক সনাতন পদ্ধতির ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজ সোমবার (০৫ ডিসেম্বর২০২২) মোবাইল কোর্টে নেতৃত্ব দিয়েছেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরাফাত হুসাইন।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া, র্যাব-৮, এর সদস্যবৃন্দ, ভোলা জেলা পুলিশের সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ।
মোবাইল কোর্ট পরিচালনা করে বর্নিত ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধ ও বুল ডোজার ব্যবহার করে ইটভাটাটি গুড়িয়ে দেয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া বলেন, অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।