রাজধানীর বনানী সড়ক ও জনপদ বিভাগের কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ আজ মঙ্গলবার (৮ নভেম্বর২০২২) বনানী, ঢাকায় সড়ক ও জনপদ বিভাগ – এর কর্মচারীর বিরুদ্ধে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন প্রাপ্তির ফাইল প্রস্তুতকরণে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে দুদকের, প্রধান কার্যালয়, ঢাকা থেকে তিন সদস্যের সমন্বয়ে গঠিত টিম একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টিম সওজ বিভাগীয় কার্যালয়, ঢাকা এর অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে।
পরবর্তীতে পেনশন সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে টিম। জিজ্ঞাসাবাদে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির কথায় অসামঞ্জস্যতা পরীলক্ষিত হয় এবং অভিযোগের সত্যতা পায় টিম।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ জানান, আজকের সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা এবং পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ সহ শীঘ্রই কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে টিম।