আসছে ঘূর্ণিঝড় সিত্রাং – ভোলায় প্রস্তুত ৭৪৬ আশ্রয়কেন্দ্র

Picsart_22-10-24_09-48-54-536.jpg

আসছে ঘূর্ণিঝড় সিত্রাং – ভোলায় প্রস্তুত ৭৪৬ আশ্রয়কেন্দ্র

ভোলা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোলায় সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। জেলাজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে উপকূলীয় জেলা ভোলাকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবেলায় রোববার (২৩ অক্টোবর) দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সকল দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোবাকেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। সরকারি সব দফতরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলার ৭৪৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

জেলায় মোট ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ১৩ হাজার ৬৬০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। জেলার ৭০ ইউনিয়ন ও ৭ উপজেলায় একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top