ভোলার দৌলতখানে বিপুল পরিমাণ সয়াবিন ও ডিজেল জব্দ
উপজেলা প্রতিনিধিঃ ভোলা জেলার দৌলতখান উপজেলায় দীর্ঘ দিন যাবৎ চোরাই তেল পাচার হচ্ছে এমন অভিযোগ ছিল স্থানীয়দের। সেই অভিযোগের সূত্র ধরেই কোস্ট গার্ড
ছয় হাজার ৬০০ লিটার সয়াবিন ও ৭৩২ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে।
এ সময় চোরাই তেল বহন কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়।
শনিবার (০১ অক্টোবর ২০২২) দুপুরে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করেন।
শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইস ভোলার সদস্যরা উপজেলার স্লুইস ঘাট ও কামাল ডকের মাছ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলারসহ ছয় হাজার ৬০০ লিটার সয়াবিন ও ৭৩২ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ড জানায়, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তেল ও কাঠের ট্রলার জব্দের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখানা থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি সম্পর্কে জানতে আমরা যোগাযোগ করেছিলাম দৌলতখান থানার ওসি’র সাথে, তিনি ফোন রিসিভ করেন নি।