কক্সবাজারের বাকখালী নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু
উত্তোলন – দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ দেশের বিভিন্ন জেলায় অবৈধভাবে বালু তোলার হিড়িক পড়েছে। উপকূলীয় অঞ্চলের নদীগুলো থেকে অবৈধ ভাবে বালু তুলছে স্থানীয় প্রভাবশালীরা। স্থানীয়দের এমনই অভিযোগে সোমবার, কক্সবাজার জেলার বাকখালী নদীর চাকমারকুল পয়েন্টে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে, অবৈধ ভাবে ড্রেজার ও এক্সকাভেটর দিয়ে এক জায়গায় বালুমহালের ইজারা নিয়ে আরও দুই জায়গায় বালু উত্তোলনের অভিযোগে (দুদক, সজেকা, কক্সবাজার এর সহকারী পরিচালক মো: রিয়াজ উদ্দিন এর নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযোগ সংশ্লিষ্ট স্থানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ইজারাদার মোঃ খালেদ হোসেন টাপুকে ২০ হাজার টাকা জরিমানা এবং অবৈধ ড্রেজার মেশিন ভেঙে ফেলার আদেশ দেন মোবাইল কোর্ট।
এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে জেলা প্রশাসন, কক্সবাজার থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট টিম।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ অভিযানের বিষয়ে আরও জানান, সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবরে শীঘ্রই প্রতিবেদন দাখিল করবে টিম।
আরও সংবাদ পড়ুন।