গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেন বেগম খালেদা জিয়া
বিশেষ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের প্রধান। এছাড়া অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় দিতে হচ্ছে প্লাটিলেট, করোনা পরিস্থিতির কারণে তাকে বাসায় নেওয়া হচ্ছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ১৪ দিন পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ শুক্রবার বিকেলে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেন বেগম খালেদা জিয়া।
এর আগে মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘হাসপাতালে ভর্তির পরই তার কিডনি সাটডাউন হয়ে গিয়েছিল। বর্তমানে তার অবস্থা ঝুঁকিমুক্ত নয়।
তিনি বলেন, ‘বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। তবে হাসপাতালে করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় বাসায় নিতে হচ্ছে। প্রয়োজনে আবারও হাসপাতালে আনা হতে পারে। ’
৭৬ বছর বয়সি খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে গত ১০ জুন গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
পরে দ্রুত এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়।