তজুমুদ্দিনে জেলেদের বিজিএফ ৭৬০ বস্তা চাল জব্দ;থানায় মামলা, আটক ১ জন
তজুমুদ্দিন প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার মধ্যরাতে তজুমুদ্দিন উপজেলা শহরের কাউন্টার রোড এলাকার আড়ৎ মালিক মোঃ নুরুন্নবীর ব্যবসা প্রতিষ্ঠান হাওলাদার ট্রেডার্স এর গুদাম থেকে এসব সরকারি চাল উদ্ধার করে
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মরিয়ম বেগম।
গুদামে সরকারি চাল রাখার অভিযোগে ওই
ব্যবসায়ীর ভাই মোঃ মিজানকে (৩৫) আটক
করা হয়।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ
জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে
উপজেলা প্রশাসনের একটি দল তজুমদ্দিন
বাজারের চাল ব্যবসায়ী মোঃ নুরুন্নবীর প্রতিষ্ঠান
হাওলাদার ট্রেডার্সে অভিযান চালায়। এ সময়
ওই ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি প্রণোদনার
৭৬০ বস্তা চাল জব্দ করার পাশাপাশি এর সাথে
জড়িত থাকার অপরাধে ওই ব্যবসায়ীর ভাই
মিজানকে আটক করা হয়। পরে উদ্ধার হওয়া
চাল ও আটককৃতদেরকে তজুমদ্দিন থানায়
হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় তজুমদ্দিন থানার একটি মামলা হয়েছে বলে জানান, তজুমুদ্দিন থানার ওসি।