বোরহানউদ্দিনে অবৈধ চিংড়ি রেনু আহরন; প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না।
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর তীর ঘেঁষে, বড়মানিকা ইউনিয়ন,পক্ষিয়া ইউনিয়ন,টবগী ইউনিয়ন, হাসান নগর ইউনিয়নের আশ-পাশের এলকা জুড়ে অবৈধভাবে ভাবে বাগদা ও গলদা চিংড়ি রেনু আহরন করছে।
বাংলাদেশ সরকারের আইন অমান্য করে চলছে অবৈধ রেনু পোনা আহরণ। নৌপুলিশ, মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন কেউ ব্যাবস্থা গ্রহন করছে না।
দেশের মৎস্য সম্পদ রক্ষা করার জন্য দ্রুত আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন না করলে,সরকারের লক্ষ মাত্রায় ঘাটতি দেখা দিবে এবং সরকারি সম্পদ বেহাল হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, চিংড়িরেনু ধরতে গিয়ে শত শত প্রজাতির মাছের রেনু নষ্ট করছে যা দেশের মৎস্য সম্পদের অপূরনীয় ক্ষতি হচ্ছে। ফলে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন না প্রশাসন।
স্থানীয় সচেতন মহল বলেন, দুই-একটি অভিযান হলেও,মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন ন।