চরফ্যাশনে লঞ্চঘাটের টোল ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়ার অপরাধে এক জনের সাত দিনের জেল

Picsart_22-05-12_15-56-25-824.jpg

চরফ্যাশনে লঞ্চঘাটের টোল ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়ার অপরাধে এক জনের সাত দিনের জেল

সাগর চৌধুরীঃ আজ বৃহস্পতিবার (১২মে ২০২২) চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার বক্সীবাজার লঞ্চঘাটের ভারা ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়ার অপরাধে ঘাট ঠিকাদারের প্রতিনিধিকে আটক করেছে চরফ্যাশন উপজেলা প্রশাসন – নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা আল-নোমান।

এদিকে, চরফ্যাশন উপজেলা এসি ল্যান্ড আবু আবদুল্লাহ খান, বক্সীবাজার লঞ্চঘাটের ভারা ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়ার অপরাধে ঘাট ঠিকাদারের প্রতিনিধিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন।

অপরদিকে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চরফ্যাশন উপজেলার বকশি বাজার লঞ্চ ঘাট এলাকায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে ধার্য মূল্যের অধিক ঘাটের টোলের টাকা নেয়ার অপরাধে মোঃ সোহাগ (২৪), পিতাঃ মোঃ হানিফ, সাং- নাংলাপাতা, ০২ নং ওয়ার্ড, চরফ্যাশন, ভোলা কে ভোক্তা সংরক্ষণ আইন’ ২০০৯ এর আওতায় ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, এ সময় সাধারণ জনসাধারণদের সচেতন করা হয়েছে এবং জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top