এ শহর – শাহানা সিরাজী
এ শহরের বারান্দাতে নেই তো নীলাকাশ
এ শহরের বারান্দাতে নেই তো শীতলবাতাস
এ শহরের দরজার পর নেই তো আঙিনা
এ শহরের রুক্ষবাতাস চক্রবাতাস ছেলের হাতে মোয়া
এ শহরে মানুষ কোথায় সবই রেসের ঘোড়া!
এ শহরের বদ্ধঘরে হাঁসফাঁস ওষ্ঠাগত প্রাণ
এ শহরের ইটের কৌঠা সজনবিহীন আত্মভোলা
এ শহরের পোড়ারোদ মেকিহাসির ভীষণ বোধ
এ শহরের ডাস্টবিন ঝুটাঝাটায় বাজায় বীণ
এ শহরের রাস্তাঘাটে পড়ে লুটিয়ে মানবতা!
এ শহরের অন্তর্জ্বালা বিঁধে বুকে ঘচাঘচ
এ শহরের ভাণ ভণিতায় পথ হারিয়ে ধুকপুকাই
এ শহরের আতজবাজি জ্বলে নিভে এক পলকে
এ শহরের পাঁকে পাঁকে মরে মানুষ ঝাঁকে ঝাঁকে
স্বপ্নরঙা এ শহরে হোঁচট খেয়ে স্বপ্ন মরে!
এ শহরের বাঁকে বাঁকে হাজার প্রেমের নীলনকশা
এ শহরের বাম পাজরে তীব্রব্যথার বজ্রনিনাদ
এ শহরের রক্তচক্ষু চুষে নেয় বাঁচার ইচ্ছে প্রেমের অভিলাষ!
এ শহরের কংক্রিটের আবর্জনায় হয় না কোন ফসল চাষ!
এ শহরের গোলামীতে হয়ে গেলাম হাবসীদাস!
এ শহরের রাস্তাঘাটে যন্ত্রদানব সাঁই সাঁই চলে
এ শহরের জড়জগতে ধৈর্য হারায় তবু চলতে থাকে
এ শহরের মানুষেরা শ্বাস কী ভাবে নেয়?
এ শহরের অলিগলি হাজার তারায় জ্বলে
এ শহরের অবাধ্যজল খোঁজে সরল নদী!
এ শহরের মানুষেরা মুখোশ পরে চলে
এ শহরের মানুষেরা বধির হয়ে চলে
এ শহরের মানুষেরা গাঢ় পোশাক পরে
এ শহরের মানুষেরা আস্তাকুঁড়ে মরে
এ শহরে গুমের মিছিল নীরব ধাঁধাঁয় চলে!
এ শহরের ভেল্কিবাজি বাজি ধরে চলে
এ শহরের ঘাটের মরা ঘাটেই বসে থাকে
এ শহরের বিকেলগুলো শব্দহীন কাটে
এ শহরের পাঁচপহর জ্যামে জ্যামে কাটে
এ শহরের কোণাকাঞ্চি ভয়ে ভয়ে মরে!
এ শহরের লুটেরারা লুটের বাজি ধরে
এ শহরের মালিক যারা তারাই ধুকে মরে
এ শহরের চাকর যারা তারাই প্রভু বনে
এ শহরের প্রপঞ্চনায় শালিক-সারস মরে
এ শহরের অত্যাচারে জলপ্রপাত হাওয়া!
তবুও থাকি এ শহরে তুমি আছো বলে
হাজার ব্যথায় হাজার দুঃখে তোমার হাতটি ধরে!
কোন সে তুমি আছো কেমন, কেমন তোমার রূপ
এ শহরের এক বাসিন্দা জ্বালায় হোমের ধুপ!
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই মুন্সীগঞ্জ
কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।