বরিশালে সাংবাদিকদের ওপর হামলা – বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের প্রতিবাদ

Picsart_22-02-02_22-49-04-772.jpg

বরিশালে সাংবাদিকদের ওপর হামলায় আহতরা হাসপাতালে শুয়ে আছে।

বিশেষ প্রতিবেদকঃ আজ বুধবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

জালিয়াতি মামলায় কারাগারে পাঠানো বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদারের সমর্থক ও আইনজীবী সহকারিরা (মহুরী) হামলা চালায়।

এতে বরিশালের বিভিন্ন মিডিয়ার ২০ সাংবাদিক আহত হয়েছেন। আহত সাংবাদিকরা বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাগর চৌধুরী ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক ।

বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক বলেন, বরিশালে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এমন হামলা ন্যাক্কারজনক। আদালত চত্ত্বরের মত সংরক্ষিত এলাকায় প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্ধেগ প্রকাশ করে তিনি অবিলম্বে হামলাকারীদের আইনের আওয়াত এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাগর চৌধুরী বলেন, অবিলম্বে হামলাকারীদের আইনের আওয়াত এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। প্রশাসনের কেউ যদি থাকে তাদের বিরুদ্ধে ও ব্যবস্থা নিনে হবে। আমরা এর বিরুদ্ধে কঠোর ভুমিকা পালন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top