বোরহানউদ্দিন দেউলা ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষ; একাধিক আহত হাসপাতালে ভর্তী

বোরহানউদ্দিন দেউলা ইউনিয়নে দুই পক্ষের মাঝে সংঘর্ষ;একাধিক আহত হাসপাতালে ভর্তী

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ চতুর্থ ধাপের ইউপি নির্বাচন সামনে রেখে বিভিন্ন জেলায় সহিংসতা অব্যাহত আছে। বাড়ছে প্রাণহানিও। সর্বশেষ গত রাতেও ভোলার বোরহানউদ্দিনের বিভিন্ন ইউনিয়নে মারা মারির ঘটনা ঘটেছে।

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনী সহিংসতা হয়েছে। বেশিরভাগ সহিংসতা সহিংসতা বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে।

বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে মেম্বারপ্রার্থী ইসমাইল হোসেন ভুট্টু তালুকদার (পানিরকল) ও জাফর আহমেদ তালুকদারের (মোরগ) সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়।

রবিবার রাত অনুমান সাড়ে ৮টায় পশ্চিম গ্রামের মাঝি বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।

দেউলা ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী শাহজাদা তালুকদার বলেন, প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবুলের নেতৃত্বে বিএনপির কিছু ক্যাডার আমার সমর্থকদের ওপর হামলা করে। তারা ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু জাফর তালুকদারসহ ১০ কর্মী-সমর্থককে কুপিয়ে জখম করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top