শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই দক্ষিনাঞ্চলের উন্নয়ন হয় – প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই দক্ষিনাঞ্চলের উন্নয়ন হয় – প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

বরিশাল ব্যুরো প্রতিনিধিঃ’মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই দক্ষিনাঞ্চলের উন্নয়ন হয়। বর্তমান সরকারের সময় পদ্মা সেতু, পায়রা বন্দর, বিশ্ববিদ্যালয় হচ্ছে। রেললাইনের কাজ দ্রুতগতি এগিয়ে যাচ্ছে। বিএনপি বলেছিলো পদ্মা সেতু হবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রমান করে দিয়েছেন বাংলাদেশের টাকা দিয়েই পদ্মা সেতু নির্মান করা সম্ভব। ‘

শুক্রবার (৫নভেম্বর) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ আয়োজিত এক জনসভায় স্থানীয়দের উদ্দেশ্য করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য (বরিশাল -৫) কর্নেল (অব.) জাহিদ ফারুক এসব কথা বলেন।

পরে কীর্তনখোলা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ২৪নং ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী আরো বলেন,’ জলবায়ু পরিবর্তনের কারনে দেশের বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গন হচ্ছে। যেখান থেকেই আমাদের জানানো হয়, সেখানেই আমরা তাৎক্ষনিকভাবে ভাঙ্গনরোধে ব্যবস্থা গ্রহণ করি।

এখানে খুবই খরস্রোতা ও গভীর নদী হওয়ায় গত বর্ষা মৌসুমের জিও ব্যাগগুলো টেকেনি। এজন্য পানিটা কমে গেলে জিও ব্যগ দিয়ে সুন্দর করে কাজটি করবো, যাতে বর্ষা মৌসুমে ভাঙ্গন রোধ সম্ভব হয়।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের আহবানে এখানে এসেছি। আমি স্থানীয় বাসিন্দাদের আশস্ত করেছি যে নদী ভাঙ্গন রোধে আমাদের ইতিমধ্যে একটি প্রকল্প নেয়া হয়েছে। তবে আগামী বর্ষা মৌসুমে যাতে এখানে ভাঙ্গন না হয় সেটার জন্য আমরা এখানে কাজ করবো। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top