ঝর্ণার জলে অবিশ্বাস – ফয়সল নোই
নদীর এধারেই ছিল তার বাড়ি
আর নদী ছিল ঢাকায়
আমার বাসা থেকে দূরে
কল্পনায় দোতলার পুবের জানালায়
তাকালে দেখা যে যেতো না
এলোমেলো মানুষের বাড়ি দাড়িয়ে
তার ওপারে দৃষ্টি চলে না
মনটার আছে জানা
উপরন্তু মায়ের মানা কড়াকড়ি
সন্ধ্যায় নদীর কাছে যেও না
– সাদা ফেনা তোলা ঢেউ
ছলাৎ শব্দ করে বয়
চিরশত্রু মা ও নদী চোখা চোখি বসে
ওর ঠিকানা আজ তাদের কাছে নেই
আমাকে কাছে পেলে জানি
নদী ও মায়ের কাছে পাঠাবেই
যেমন কেউ কিছু বলে না
তারা তিন জন নির্বাক
আমার আর এমন কী কিছু
যে যার ভুল ঠিকানায় গেলে যাক
ফয়সল নোই
সিনিয়র সাংবাদিক ও লেখক।