সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে দুর্নীতি’র মামলা করল দুদক

PicsArt_06-09-09.58.31.jpg

সাব-রেজিষ্ট্রার মজিবুর রহমান ও তার স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে দুর্নীতি’র মামলা করল দুদক

সাগর চৌধুরীঃ আসামি (১) মোসাম্মৎ ইসরাত জাহান (৪৭), স্বামী: মোঃ মজিবুর রহমান ও (২) মোঃ মজিবুর রহমান (৫৯), সাব-রেজিষ্ট্রার, ঝলকাঠি, পিতা- মৃত আব্দুল রব তালুকদার, পরস্পর যোগসাজসে জ্ঞাত আয় বহির্ভূত ১,৫৩,৭৭,০২১/- (এক কোটি তেপ্পান্ন লক্ষ সাতাত্তর হাজার একুশ) টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন’২০০৪ এর ২৭(১) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারা এবং একে অন্যের সহায়তায় উক্ত ১,৫৩,৭৭,০২১/- টাকার সম্পদের অপরাধলব্ধ আয়ের উৎস, প্রকৃতি, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা আড়াল বা ছদ্মাবৃত্ত করার লক্ষ্যে স্থানান্তর/রুপান্তর/হস্তান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন,২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় বর্ণিত আসামীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা -১ এর মামলা নং ০৮, তারিখ- ১০-৬-২০২১ খ্রি: রুজু করা হয়।

আতাউর রহমান সরকার, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা এই মর্মে এজাহার দায়ের করেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top