ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সকল ইউনিটের প্রধানগণের সাথে
আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাগর চৌধুরীঃ আজ রবিবার ৩০ মে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয় এর সভাপতিত্বে হেডকোয়ার্টার্সে কর্মরত সকল উর্ধ্বতন কর্মকর্তাসহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সকল ইউনিটের ইউনিট প্রধানগণ (পুলিশ সুপার, আইপি-১ হতে আইপি-৬) এর উপস্থিতিতে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে অতিরিক্ত আইজিপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংক্ষিপ্ত পরিসরে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় মহোদয়কে স্বাগত জানিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সকল ইউনিটের ইউনিট প্রধানগণ (পুলিশ সুপার, আইপি-১ হতে আইপি-৬) অবহিত করেন৷
উক্ত সভায় সভাপতি প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ও আন্তরিকভাবে পালন করার জন্য গুরুত্ব আরোপ করেন। প্রতিটি ইউনিট এ শূন্য পদগুলোতে জনবল পদায়ন, ফোর্সের আবাসন সমস্যা সমাধান, মেডিক্যাল অফিসার নিয়োগ এবং লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন৷
এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সার্বিক উন্নয়ন, সুন্দর কর্মপরিবেশ বজায় রাখা এবং মামলার সঠিক তদারকি নিশ্চিত করার জন্য সভাপতি মহোদয় গুরুত্ব আরোপ করেন৷
সভার সমাপনীতে ডিআইজি মোঃ মাহাবুবর রহমান বিপিএম পিপিএম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর সকলের পক্ষ থেকে মাননীয় অতিরিক্ত আইজিপি মহোদয়কে আবার স্বাগত জানান এবং নব অভিভাবকের নেতৃত্বে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন৷