মাস্ক – শাহানা সিরাজী

PicsArt_05-19-03.18.42.jpg

মাস্ক – শাহানা সিরাজী

করোনার জন্য মাস্ক
নাকি বলতে কথা মানা
সত্য কথায় শাস্তি মিলে
আমরা বেড়াল ছানা!

মেয়াও মেয়াও ডেকে যাও
দুটি চোখে তালি দাও
নিজের কন্ঠে জোরে বলো
দেখছি যা মিথ্যা নও

পদ পদবী চেয়ার খেলায়
সময় কাটাও হেলায় ফেলায়
নিজের পকেট হচ্ছে বোঝাই
আম জনতার বেকুব মেলায়!

চেয়ার ছেড়ে সামনে দাঁড়াও
কে তুমি আর কে আমি
তোমার নাকি দশ চোখ
দেখি কেমন নামি দামী!

কার অধিকার কে কেড়ে নেয়
চেয়ার নাকি সবই জানে
আমরা সবাই আলুপটল
এসেছি নাকি বন্যা বানে!

আমরা কেবল কলুর বলদ
ঘাড়ে ব্যথা কে শোনে তাই
রীতিনীতি তোমাদের হাতে
পাথর চোখে তাই দেখে যাই!

সকাল দুপুর বিকেল
তিন বেলাতে কাটে কাল
সকল বেলায় নতুন নিয়ম
হবে সবার একই হাল!

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর ( সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top