হাবীবুল্লাহ সিরাজী আর নেই

হাবীবুল্লাহ সিরাজী আর নেই

বিশেষ প্রতিবেদকঃ বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী মারা গেছেন। সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ। হাবীবুল্লাহ সিরাজী ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পিয়াস মজিদ জানান, মঙ্গলবার সর্বস্তরের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ বাংলা একাডেমিতে আনা হবে। তবে সেটি কখন তা পরিবারের সঙ্গে আলাপ করে ঠিক করা হবে। ধানমন্ডিতে তার বাসভবন সংলগ্ন মসজিদে জানাজা হওয়ার সিদ্ধান্ত হয়েছে।

১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন হাবীবুল্লাহ সিরাজী। ফরিদপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে উচ্চশিক্ষা লাভ করেন তিনি।

২০১৬ সালে একুশে পদক, ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন হাবীবুল্লাহ সিরাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top