বোরহানউদ্দিনে চলছে অবৈধ ডায়াগনস্টিক ও ক্লিনিকে টেষ্ট বানিজ্য
সাগর চৌধুরীঃ বোরহানউদ্দিন হাসপাতালের সামনে চলছে অবৈধ ডায়াগনস্টিক ও ক্লিনিকে টেষ্ট বানিজ্য। অবৈধ ডায়াগনস্টিক ও ক্লিনিকগুলোর কোন সরকারী সাইসেন্স নেই, সরকারের কর দেওয়ার টিন সার্টিফিকেট নেই, সিভিল সার্জন অফিসের অনুমোদন নেই।
গত কয়েক দিন ধরে এই লক ডাউনের মধ্যেও ডাক্তারদের টেষ্ট বানিজ্যের শিকার হচ্ছে বোরহানউদ্দিন উপজেলার সাধারন মানুষ। ভুক্তভোগী রোগীরা একধিক অভিযোগ করেন।
এই বিষয়ে বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম বলেন, আমার পৌরসভায় কোন ময়লার ডাম্পিং নেই, তাই আমি কোন ডায়াগনস্টিক ও ক্লিনিকে লাইসেন্স ও দেই নি। কেউ যদি আমার কথা বলে, তাহলে তারা মিথ্যা বলছে।
বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন অবৈধ ডায়াগনস্টিক ও ক্লিনিক গুলো ঘুরে দেখা যায় এর বাস্তব চিত্র। এদের কারোই সঠিক টেকনিশিয়ান নেই। কিন্তু গরিব ও অসহায় রোগীদের টেষ্ট করার নামে পকেট কেটে টাকা রেখে দিচ্ছে অবৈধ ডায়াগনস্টিক ও ক্লিনিকের মালিকরা।
যদিও করোনা কালিন সময়ে রোগীদের সেবা পাওয়া প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রী ও প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকলেও এই উপজেলায় যেন ভিন্ন চিত্র।
বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে!সেই সঙ্গে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবে।
ভোলা জেলার সিভিল সার্জন ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম বলেন, আমরা এই অবৈধ ডায়াগনস্টিক ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা গ্রহন করব।
স্থানীয় গরিব ও অসহায় রোগীরা প্রশাসনের দৃষ্টি কামনা করেন।