ভ্রম – শাহানা সিরাজী

PicsArt_04-07-10.49.17.jpg

ভ্রম – শাহানা সিরাজী

ইফতারের টেবিলে নানান রকম কথা-বার্তা তীর ছুঁড়ে যায়
কখনো আবার হাসি তামাশার বান যায় বয়ে
বার বার দেখি, দেখি আর ভাবি
গ্লাসের মুখ কবে ফুটলো যে
তরমুজ কবে শিখলো হাসতে
কাঁচা ছোলা এতোটাই কেন মুখরিত
সালাদের তীর্যক শব্দ বুক করে খরিত!
সব চেয়ার খাঁ খাঁ সব প্লেট ফাঁকা…

একটাই প্লেট তাতে কষ একটাই গ্লাস তাতে কাজুবাদামের রস
নেই সেই ফালুদা,চিকেন ফ্রাই কিংবা মোগলাই পরোটা
সব কিছু স্মৃতি শুধু বুক জুড়ে মরু ধুধু
সব কিছু ভুলে থাকি অম্ল-মধুর দুঃখ ঢাকি
অকারণে হেসে যাই স্মৃতিটুকু খুঁজে পাই

আত্মজের গন্ধ বুঝি এপাশ ওপাশ খুঁজি
তবুও মাঝে মাঝে প্রাণে যেন বাজে বাজে
কে যেন ডেকে ডেকে পাশ ফিরে থেকে থেকে
কে যেন কানে কানে বলে যায় গানে গানে
জীবনে চলে জীবনের খোঁজে নানা রূপ ভাঁজে ভাঁজে
আমি তুমি দুজনে ফিরে যাই শস্য বনে
তুলে আনি মৌসুমী উপকথার ছল….

এসো এসো ধরো হাত সময়ের অজুহাত
আর নয় আর নয়,সময় কারো একার নয়!
একদিন হবে একা বিষন্ন বিকেল দেখা
একদিন সকলেই বুঝে নেয় আপনাকে

এখানে অতিথি ক্ষণিকের তিথি
এখানে আড়ম্বর মিছিমিছি বাগম্বর
এখানেই ইতিহাস এখানেই উপহাস

যারে তুমি নেবে খুঁজে
সে হবে একান্তই তোমার!

গ্লাসের কথা শুনে অশ্রুর মিছিল নামে
চোখ তুলে যেই দেখি তারাদের হাসি
হাসি আর কাঁদি,কাঁদি আর হাসি
তারা থাকে আকাশে, আকাশ কী মুঠোয় আসে
ফিরে আসি মাটিতে হাতড়াই তোমাকে
কই তুমি? তুমি নেই অনাবিল কথা নেই
জোনাকীরা আলো জ্বেলে নেয় কাছে ডেকে…..

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top