অবিরাম ঝর্ণাধারা – শাহানা সিরাজী
অবিরাম ঝর্ণাধারা
কামনায় নয় বাসনায় নয় চাই নিতান্তই আটপৌরে জীবনের সমীকরণে-
যখন মানুষ যন্ত্রণাক্লিষ্ট মুখ নিয়ে করুণ চোখে তাকায় তখন যদি ব্যক্তিগত বিহারে মত্ত থাকি বলো কী দাম সে প্রেমে!
জানি তুমি দারুণ প্রেমিক!
লিখে যাবে অনাগত জীবনের ইতিহাস
মাটির স্তরে স্তরে লুকানো জীবনের সন্ধান তো তোমাকেই করতে হবে,
তুমিই পারো মুছে দিতে রুগ্নের যন্ত্রণা
তুমিই পারো জীবন দিতে অসম্ভব বাসনা
তুমিই পারো নীতিভ্রষ্টদের চপেটাঘাত করে সঠিক প্রবাহে কলম ধরাতে
জানি উদাত্ত আহবান তোমাকে টলাতে পারে না, পারবে না কারণ দুরন্ত বাতাস কখনো থামে না.
আঁচলে জড়াতে নয় বরং যাও উড়িয়ে দিয়েছি সত্যবাক মানুষের দীর্ঘশ্বাস, কাঁটার মালা হলেও সে তোমার বড় উপহার
চলো কেড়ে নিই যুদ্ধাস্ত্র
মুছে দিই স্বার্থপ্রীতি
অদৃশ্য শত্রুর মুকাবিলা করার মানসিক দৃঢ়তা তোমাকেই অর্জন করতে হবে যে!
ভূলোক দ্যূলোক ছেড়ে সন্ধিক্ষণে যে মৃত্যু ওৎ পেতে আছে তা তো ফেরাতে পারি না, কেবল হাসিমুখে যন্ত্রণা ভুলে অভিবাদন তোমাকে এই বিশ্বকে, এ অপ্লক সূর্যকে,এই স্থির চাঁদকে,অশ্রুমতি তারাদের
কোন গ্যালক্সি হাত পেতেছে এসো এসো
কোন নক্ষত্র নতুন পৃথিবী গড়েছে তোমার জন্য আমার জন্য
কোন ধুমকেতু হঠাৎ উদিত হয়ে মিলানোর পথে ক্রমশ ম্রিয়মান হচ্ছে তার সন্ধান করতে যে কেবল লাগে নিগূঢ় প্রেমের শিখা!
ব্যক্তিগত আকাঙ্ক্ষা নয়
ব্যক্তিগত ঠিকানা নয়
গতিশীল জীবনের পাতায় পাতায় লেখা নাম কেবল
লীলাবতীর একটি শারদীয় প্রেম
..
এসো তবে ছুঁয়ে যাই বরাভয়ের অবিরাম ঝর্ণাধারা!
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর ( সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক