বিচারক ও আইনজীবীদের ড্রেসকোট নিয়ে নতুন নির্দেশনা

135222High-Cort_kalerkantho_pic.jpg

বিচারক ও আইনজীবীদের ড্রেসকোট নিয়ে নতুন নির্দেশনা

আদালত প্রতিবেদকঃ বিচারক ও আইনজীবীদের ড্রেসকোট নিয়ে নতুন নির্দেশনা দিয়েছি। করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় সুপ্রিম কোর্টসহ দেশের সব অধস্তন আদালতে বিচারক ও আইনজীবীদের ড্রেসকোট নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, পরিবর্তিত পরিস্থিতে বিচারকবৃন্দ এবং আইনজীবীরা ক্ষেত্রমতো সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই।

এই নির্দেশনা সুপ্রিম কোর্ট এবং দেশের সব অধস্তন আদালতে অবিলম্বে কার্যকর হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

এর আগে গত বছরের আগস্টে দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে কালো কোট বা গাউন পরার বাধ্যবাধকতার বিষয়টি শিথিল করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top