রাত্রি আসে – আনিসুল হক
শহর জুড়ে রাত্রি আসে নিয়নে,
চাঁদের চিঠি ভুল ঘরে দেয় পিয়নে।
অনেক দূরে কমলাপুরে ট্রেনের বাঁশি,
বাস ডিপোতে বৃদ্ধ বাসের হঠাৎ কাশি।
নিঝুম সড়ক কারফিউ দেয় পাহারা,
শহরটা কি মরুভূমি, সাহারা।
ছোট্ট খোকা স্বপ্ন বোনে খেয়ালে,
কী যেন কী হচ্ছে লেখা দেয়ালে।
আনিসুল হক, ১৯৮৭
কবি, সাহিত্যিক ও সিনিয়র সাংবাদিক