রাস্তা মূর্তিমান আতঙ্ক সার্জেন্ট এনামুল।
অপরাধ প্রতিবেদকঃ পান থেকে চুন খসলেই তাকে দিতে হবে মোটা অংকের ঘুষ আর তা না হলে সার্জেন এনামুল গাড়ি পাঠাবেন ডাম্পিং।
আর যারা রাস্তায় চলাচল করেন যারা তারা বুঝতেই পারছেন ডাম্পিং কি জিনিস! নিদিষ্ট পরিমানে অর্থের বিনিময়ে আপনি ছাড়ও পেতে পারেন।
সার্জেন এনামুলের দয়ার শরির! তিনি আবার ক্ষমাও করে দেন। তবে টাকা না দিলে ক্ষমা জোটে না। তিনি যা রেট দিবেন সে অংক পরিমান ঘুষ না পেলে কোন ছাড় নেই।
ঘটনার সূত্রপাত রাজধানীর নীলক্ষেত এড়িয়াতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে নীলক্ষেত পেট্রল পাম্বের সামনে আসলেই সার্জেন এনামুল গাড়ি সিগনাল দেয়। কনস্টবল খোরশেদ দৌড়ে গিয়ে গাড়ির পাশে দাঁড়ায়। ড্রাইভার কাগজপত্র নিয়ে আসতেই অনাহুত সার্জেন এনামুল ড্রাইভারকে কথা বার্তা বলতে থাকে।
ড্রাইভার কিছু বুঝে ওঠার আগেই ট্রাফিক কনস্টেবল খোরশেদ ড্রাইভারকে ইশারায় বুঝিয়ে দেয় কি করতে হবে। ড্রাইভার নির্দিষ্ঠ অংকের টাকা ট্রাফিক কনস্টেবল খোরশেদের হাতে দেয়। সেই টাকা ট্রাফিক কনস্টেবল খোরশেদ বলাকা বিনাকা হলের পাশের ওভারব্রিজের নীচে দাঁড়িয়ে সার্জেন এনামুলের কাছে পৌঁছে দেন।
সার্জেন এনামুলের দয়ার শরির! সংগ্রহীত ঘুষের টাকার ভাগ ট্রাফিক কনস্টেবল খোরশেদকেও দিচ্ছেন।
তার ঘুষ নেবার ভিডিও চিত্র দেখুন
বি,দ্রঃ তবে তার সম্পর্কে বিস্তারিত থাকবে পরবর্তী নিউজে…