ফ্রান্সবিরোধী পোস্ট করায় ১৫ বাংলাদেশীকে ফেরত পাঠাল সিংগাপুর
আন্তর্জাতিক প্রতিবেদকঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টের মাধ্যমে সহিংসতা উস্কে দেয়া ও সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির দায়ে ১৫ বাংলাদেশিকে সিংগাপুর থেকে বিতাড়িত করেছে দেশটির সরকার৷
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটায় ইউরোপের দেশ ফ্রান্সে এখন ‘হাই এলার্ট’ জারি রয়েছে৷ এসব হামলার মধ্যে একটি ঘটনায় একজন শিক্ষককে শিরশ্ছেদ করা হয়েছিল, যিনি তার শিক্ষার্থীদের ইসলামের মহানবী মোহাম্মদকে নিয়ে আঁকা কার্টুন দেখিয়েছিলেন৷ এছাড়া নিসে একটি চার্চে প্রাণঘাতি হামলাও চালানো হয়৷
শিক্ষকের উপর হামলার ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ কার্টুন প্রকাশকে মানুষের অধিকার হিসেবে বর্ণনা করেন এবং এই অধিকার রক্ষা করা হবে বলে জানান৷ মুসলমান প্রধান কয়েকটি দেশে মাক্রোঁর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়৷