গোপনে চলছিলো কোচিং সেন্টার, ৬০ হাজার টাকা জরিমানা
জেলা প্রতিনিধিঃ কোচিং সেন্টারে অভিযান চালায় র্যাব।
সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চলছিলো। ছিলো না কোনো স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। গাদাগাদি করে শিক্ষার্থীদের একত্রে পড়ানো হচ্ছিলো।
সোমবার সন্ধ্যায় এ ধরণের তিনটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। এসময় ওই কোচিং সেন্টারগুলোর কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় র্যাবের সদস্যরা ছিলেন।
রংপুর জেলা প্রশাসনের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, নগরীতে আমরা বেশ কিছুদিন থেকে অবজারভেশন করছি বিভিন্ন কোচিং সেন্টারে শিক্ষা কার্যক্রম চলছে স্বাস্থ্যবিধি না মেনে। বিশেষ করে শিক্ষার্থীদের একত্রিত করে পড়ানো হচ্ছে। যা অত্যন্ত স্বাস্থ্যঝুকিপূর্ন। এমন অবজারভেশনের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় লালবাগ এলাকার নিউরন নার্সিং এবং মেধাসিঁড়ি ও ক্যাম্পাস নামের একাডেমিক কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করি।
ম্যাজিস্ট্রেট আরো জানান, অভিযানের সময় দেখা যায়, গাদাগাদি করে পড়ানো হচ্ছিল। তিনটি কোচিং সেন্টারই সিলগালা করে দেয়া হয়েছে। প্রত্যেকটির কর্তৃপক্ষকে ২০ হাজার করে ৬০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, সরকারি নির্দেশনা ছাড়া কোনভাবেই কোচিং পরিচালনা করা যাবে না।