ভোলায় ২২ দিনে ৬০৬ জেলের জেল ও জরিমানা

PicsArt_10-09-12.26.00.jpg

ভোলায় ২২ দিনে ৬০৬ জেলের জেল ও জরিমানা

জেলা প্রতিনিধিঃ ২২ দিনে ভোলায় ৬০৬ জেলের জেল-জরিমানা করেছে। ভোলায় ইলিশ শিকারের নিষেধাজ্ঞার ২২ দিনে ৬০৬ জন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, নৌপুলিশ, পুলিশ ও র‌্যাব সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এদের ৩৮৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২২১ জনকে ১০ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাত উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)।

অভিযানে এক হাজার ৮১ কেজি মা ইলিশ ও ছয় লাখ ২১ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে বলে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম নিশ্চিত করেন।

তিনি জানান, নিষেধাজ্ঞার সময় জেলেদের কাছ থেকে জব্দকৃত নৌকা, ট্রলার ও স্পিডবোট পাঁচ লাখ ৫৪ হাজার টাকায় নিলাম দেয়া হয়।

এছাড়াও নিষেধাজ্ঞার সময় মা ইলিশ ডিম ছেড়েছে এবং অভিযান সফল হয়েছে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ভোলার সাত উপজেলার মেঘনা-তেঁতুলিয়াসহ বিভিন্ন নদীতে গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ইলিশ শিকার, পরিবহন, মজুত, বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top