ঝলমলে ভোর – শাহানা সিরাজী
মোরগডাকা ভোর যেন ঝলমলে এক রোদ্দুর
পাখির বাসায় লাগলো আগুন এই শ্রাবণেই ফাগুন
ও চোখের দীপ্ত স্বপন জাগায় প্রাণে আলোর নাচন
সব ছাপিয়ে সব পেরিয়ে আসবে সুদিন উঠবে বেজে সুর
উঠবে বেজে সুর বিটে বিটে শব্দ বসাও হৃদয় ভেঙে চূর
মন খারাপের দেয়াল ভেঙে গভীর চোখে তাকায় তারা
পদ্মফোটা দিঘির জলে ঝাঁপিয়ে পড়ো স্নিগ্ধ সরল ধারা
তারই মাঝে পাবে খুঁজে কোমল ছোঁয়া একটু কেবল দূর
একটু কেবল দূর, চাও যদি দেবো পাড়ি সিনাই পাহাড় তুর
সঞ্চারীতে ঢেউ খেলে যাও পঞ্চমী তার উঠুক বেজে
ইথারেতে ঝড় বাদল মাদলবধু দুলছে খুব নোলক নাকে সেজে
আকাশ দিলো নুইয়ে মাথা বললো হেসে নয়তো আমি দূর
প্রাণে প্রাণে নীরব কথা উড়ে পাখির ডানায়
বাড়াই হাত হয়তো নেবে মেখে ভোরের মায়ায়….
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর
পিটিআই মুন্সীগঞ্জ।
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক