স্যাটেলাইট আফিম – সাঈফ ইবনে রফিক
চিন্তার নেটওয়ার্কে ঢুকে পড়ছে
বিষাক্ত কীট। অথচ তুমি
উদ্বেগের ক্ষমতা হারাচ্ছো–
সামাজিক গোলযোগ মাধ্যমে
তোমার জন্য ছিটিয়ে রেখেছে–
ঘুম পাড়ানি পাখির খাবার
প্রযুক্তির ফাঁদ!
তেপান্তরের মাঠে টাওয়ারের মতো একা–
গ্রামের পর গ্রাম দেখে রাখে
মানুষ-তাড়ুয়া ভুত।
মানবিকতা পালিয়ে গেছে
দেহ থেকে;
কতগুলো জীবন্ত লাশকে দেখলাম
টেলিভিশন দেখছে!
সাঈফ ইবনে রফিক
সাংবাদিক ও কবি