শুভ বিবাহ বার্ষিকী – এম এ সিরাজী

20200723_000403.jpg

শুভ বিবাহ বার্ষিকী – এম এ সিরাজী

যুগল বাঁধে মানুষ পরস্পরকে সাপোর্ট করার জন্য।মানসিক এবং শারীরিক। তারপরই সামাজিক, সন্তান উৎপাদন লালন,প্রতিপালন। এই চক্রের চাকা কোথাও লুজ হলে জীবন হয়ে ওঠে অসহনীয়।

আজ ২৩ জুলাই।
রমিজের ২৯ দিন এর লেখক এম এ সিরাজীর পঞ্চম বিবাহ বার্ষিকী। লাকিলি আমি তার মা। সে আমার ছোটো খোকা, মুশফিকুল আনোয়ার সিরাজী। তার সহধর্মিণী মুনিয়া রহমান চাঁদনী। রমিজের ২৯ দিন এর আত্মপ্রকাশে তার ভূমিকা অগ্রগণ্য। সহযাত্রী, সহধর্মিণী কিংবা সহমর্মী পরস্পর পরস্পরকে সাপোর্ট করলে দুর্গমগিরি পাড়ি দেয়া সহজ হয়ে যায়।

এতোদিন পর্যন্ত বউটি তাকে সকল কাজে সহযোগিতা করছে একান্তই ভালোবাসা থেকে। মা হিসেবে এর শান্তি আমার আর কী হতে পারে। নিয়ত প্রার্থনা করি আমার সন্তানেরা ভালোবাসার ভেতর যুগলযাপন করবে। যদি আয়োজ৷ হয় শুধুই পান্তা পিয়াজ তাও যেন সুখপাঠ হয়ে ওঠে এই প্রার্থনা যুগে যুগে…

মানুষ বেঁচে থাকে মানুষের মাঝে… কামনা করি জীবন এমনই সুখপাঠ্য হোক যাতে মানুষ চমকে ফিরে দেখে কে যায়?
ও এম এ সিরাজী
সাইকোলজিস্ট,,…

একটি বাক্যে যেন সমুজ্জ্বল হয়ে উঠতে পারিস। আজকের এই শুভক্ষণ তেমনিই ঝলমলে হোক।

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর
পিটিআই মুন্সীগঞ্জ।
কবি প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top